নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে শিশুসহ একই পরিবাবের তিনজনের মৃত্যু হয়েছে।
রোববার (১০ অক্টোবর) উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বয়েতপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই এলাকার বাঙ্গালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত আব্দুল বাশারের প্রথম ছেলে আসাদুর রহমান হাবলু (৬৫) শ্বাসকষ্টজনিত কারণে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার ভোরে তিনি মারা যান।
অপরদিকে একই পরিবারের মৃত জমির উদ্দিনের ছেলে বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মজিবর রহমান (৭০) তিনিও শ্বাসকষ্টজনিত কারণে রংপুর মেডিক্যাল কলেজে রোববার সকাল ৬টায় মারা যান। সেই সঙ্গে ওই পরিবারের রুহুল আমিনের ১৭ দিনের শিশু সন্তান একই দিনে ওই মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। তাদের এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে। মৃত ব্যক্তিদের বাদ জোহর জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
এনটি