ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
সাতক্ষীরায় ৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: লাইসেন্স না থাকা, নোংরা পরিবেশসহ বিভিন্ন অপরাধের দায়ে সাতক্ষীরায় তিনটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১০ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

নেতৃত্বে দেন র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইশতিয়াক হোসাইন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ।  

অভিযানে উপস্থিত ছিলেন জেলা সেনেটারি ইন্সপেক্টর রবিন্দ্রনাথ সরকার। আরও ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) প্রতিনিধি সাফায়েত হোসেনসহ র‌্যাব সদস্যরা।

কমান্ডার ইশতিয়াক হোসাইন বাংলানিউজকে জানান, অভিযানের শুরুতে জেলার পাটকেলঘাটা উপজেলার বলফিল্ড মোড়ের ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারকে চার লাখ টাকা জরিমানা করা হয়। পরবর্তী সময়ে জেলা শহরের বিনেরপোতা বিসিক শিল্পনগরী এলাকায় চায়না বাংলা ফুডস কারখানাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। সর্বশেষ জেলা সদর থানার সামনে হোটেল রাজকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, লাইসেন্স নবায়ন না থাকা ও কারখানার শ্রমিকরা স্বাস্থ্যবিধি না মানার দায়ে ওই তিন প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।