বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র দেবতাখুমে বেড়াতে গিয়ে পানিতে পড়ে ফেরদৌস সরদার (২৭) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি গোপালগঞ্জের কাশিয়ানীর লোকমান সরদারের ছেলে বলে জানা গেছে।
রোববার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ট্যুরিস্ট গাইড নিয়ে আটজনের একটি দল বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম এলাকা ভ্রমণে যায়। দেবাতাখুম যাওয়ার সময় নৌকা থেকে হঠাৎ ফেরদৌস খুমের পানিতে পড়ে যান। এসময় তার সঙ্গীরা সবাই মিলে খুমের পানিতে খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফেরদৌসকে মৃত ঘোষণা করেন।
বান্দরবান ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. আমিনুল হক বাংলানিউজকে বলেন, পানিতে পড়ে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে মরদেহ রোয়াংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
এনটি