ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

প্রবাসীদের ফেরার বিষয়টি মালয়েশিয়ার হাতে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
প্রবাসীদের ফেরার বিষয়টি মালয়েশিয়ার হাতে

ঢাকা: মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারওয়ার জানিয়েছেন, বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের ফেরার বিষয়টি মালয়েশিয়া সরকারের হাতে।

রোববার ( ১০ অক্টোবর) ফেসবুক লাইভে তিনি এ তথ্য জানান।

কুয়ালামপুর হাইকমিশনের ফেসবুক লাইভে হাইকমিশনার গোলাম সারওয়ার বলেন, বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের ফিরে আসার বিষয়টি মালয়েশিয়া সরকারের হাতে। প্রবাসীদের স্ব স্ব নিয়োগকারী প্রতিষ্ঠান যদি মালয়েশিয়া সরকারের কাছে ফিরিয়ে নেওয়ার আবেদন জানায় তাহলে প্রবাসীরা মালয়েশিয়ায় ফিরে আসতে পারবেন।

তিনি আরো বলেন, গত এক বছরে পাসপোর্ট পেতে মালয়েশিয়ায় প্রবাসীদের দুই লাখ ৪০ হাজার আবেদন জমা পড়েছে। এর মধ্যে দুই লাখ ২০ হাজার পাসপোর্ট বিতরণ করা হয়েছে। এছাড়া ২০ হাজার পাসপোর্ট বিতরণের জন্য প্রস্তুত রয়েছে।

গোলাম সারওয়ার বলেন, মালয়েশিয়ায় এখন ১০ লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসী আছেন। তবে সেই তুলনায় হাইকমিশনে জনবল বাড়েনি। তারপরেও আমরা সর্বাত্মক সেবা দিয়ে চলেছি।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।