সিলেট: করপোরেশনের মধ্যে সেবা দেওয়া ও নগর উন্নয়নের অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে নাগরিকদের দোরগোড়ায় সেবা ও টেকসই উন্নয়ন করা সম্ভব মনে করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বিশেষ করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় দীর্ঘ মেয়াদি প্রকল্প হাতে নেওয়া ও বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রাখবে।
রোববার (১০ অক্টেবর) নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলরদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক মেয়র এই দুই সিটির মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সর্ম্পক ধরে রাখতে উদ্ভাবনী প্রকল্প সমূহ নিয়ে কাউন্সিলর ও কর্মকর্তাদের অভিজ্ঞতা বিনিয়ের গুরুত্ব তুলে ধরেন।
সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ’র সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মোহাম্মদ তৌফিক বকস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সলর ও প্যানেল মেয়র-১ শরিফুল ইসলাম বাবু, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের অতিরিক্ত সচিব বিধায়ক রায় চৌধরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের ২৬ জন কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর, সিসিক কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, কাউন্সিলর মোস্তাক আহমদ, কাউন্সিলর ইলিয়াছুর রহমান, কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, সংরক্ষিত কাউন্সিলর নাজনীন আক্তার কণা, সংরক্ষিত কাউন্সিলর শাহানা বেগম শানু, সংরক্ষিত কাউন্সিলর মাসুদা সুলতানা, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য্য, সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
এনইউ/কেএআর