সাতক্ষীরা: দিনদুপুরে সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক থেকে সাড়ে ৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রোববার (১০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে লস্কর ফিলিং স্টেশনের এক কর্মচারী টাকা নিয়ে ব্যাংকের যাওয়ার পথে শহরের বাইপাস সড়কের বালিয়াডাঙ্গা এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
লস্কর ফিলিং স্টেশন সূত্রে জানা যায়, সাতক্ষীরা শহরের অদূরে যশোর-সাতক্ষীরা সড়কের আগরদাঁড়ি ইউনিয়নের বেতলা এলাকার লস্কর ফিলিং স্টেশন-২ থেকে ৪ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশে বের হন পাম্পের নজেলম্যান উত্তম সরকার। পথিমধ্যে সাতক্ষীরা বাইপাস সড়কের বালিয়াডঙ্গা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে অজ্ঞাত তিনজন ছিনতাইকারী তার গতিরোধ করে গলায় ছুরি ধরে টাকাগুলো ছিনিয়ে নেয়। এসময় ছিনতাইকারীরা উত্তম সরকারের কাছে থাকা মোটরসাইকেলের চাবি কেড়ে নিয়ে সড়কের ধারে ফেলে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পর সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলওয়ার হুসেন ও জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলওয়ার হুসেন বলেন, ছিনতাই কিনা সেটি এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যার কাছ থেকে টাকা ছিনতাই হয়েছে তার কথাবার্তা অসংলগ্ন। সুতরাং বিষয়টি সন্দেহজনক। তবে বিষয়টি নিয়ে একটি তদন্ত টিম কাজ করছে।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
এনটি