সাভার (ঢাকা): গাবতলীর তুরাগ নদে শ্রমিক বোঝাই ট্রলারডুবির একদিন পর সেই একই স্থানে এবার সিমেন্ট বোঝাই একটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১০ অক্টোবর) বিকেলের দিকে গাবতলী ও আমিন বাজারের মাঝামাঝি তুরাগ নদে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সবুর খান বাংলানিউজকে জানান, শনিবার (৯ অক্টোবর) আমিন বাজারের সেই স্থানে একটি বাল্কহেডের ধাক্কায় শ্রমিকবাহী একটি ট্রলার ডুবে সাতজন নিখোঁজ হয়। সাত জনের মধ্যে পাঁচ জনকে উদ্ধার করা গেলেও তিনজন এখনো নিখোঁজ আছেন। রোববার বিকেলে একই স্থানে সিমেন্ট বোঝাই একটি বাল্কহেড কোনো সংঘর্ষ ছাড়াই ডুবে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাল্কহেডটি অতিরিক্ত বোঝাই থাকার কারণে ডুবে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
এসআরএস