ঢাকা: বিশ্বের সব সমস্যা দূর করে মা দুর্গা দেশ, জাতি ও বিশ্বের মঙ্গল বয়ে আনুক-এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
রোববার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বলেন, এ সময়ে আমরা অনেক মহিষাসুরের মুখোমুখি। কোভিড, ঘৃণা, বিদ্বেষ অন্ধকার ঘিরে রয়েছে। এই দুর্গাপূজা এসব নাশ করে দেশ, জাতি, বিশ্বের মঙ্গল করতে উদ্বুদ্ধ করুক। আমাদের ধর্ম-বর্ণ আমাদের পরিচয় মানুষ একে অপরকে আলাদা করতে চাই। কিন্তু শান্তির প্রতীক হিসেবে মা দুর্গা আগমন ঘটে। দুর্গোৎসব হচ্ছে বাংলা খাবার উদযাপন, সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ের উদযাপন।
বাংলাদেশ-ভারত আমরা দুই দেশ হলেও আমাদের রক্ত এক। তরুণ প্রজন্মকে উজ্জীবিত করে সোনার বাংলা গঠনে কাজ করে যেতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শারদীয় দুর্গোৎসবের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ভারতীয় হাইকমিশনার।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
পিএম/এএটি