ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মাদক মামলায় চিকিৎসকের ১৫ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
মাদক মামলায় চিকিৎসকের ১৫ বছরের কারাদণ্ড

কুষ্টিয়া: মাদক মামলায় কুষ্টিয়ার সরকারি টিবি হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. আসাদুজ্জামান ওরফে ফিরোজকে (৪১) ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাকে।

এছাড়া দোষ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি জয়নাল আবেদীন জয় এবং নাহারুল ইসলামকে বেকসুর খালাস দেন আদালত।  

রোববার (১০ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত চিকিৎসক আসাদুজ্জামান ভেড়ামারা উপজেলার গোলাপনগর বাহাদুরপুর কারিকর পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টায় মিরপুর উপজেলা জিয়া সড়কে মাদক উদ্ধার অভিযান চালায় পুলিশ। এ সময় সড়কের নাহারুল মালিথার স্বত্ত্বাধীন স’মিলের মোটর ঘরের ভেতরে তল্লাশি চালানো হয়। এ সময় সেখানে ১০টি প্যাকেট ভর্তি দুই হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে মিরপুর থানা পুলিশ। গ্রেফতার করা হয় ডা. মো. আসাদুজ্জামান ওরফে ফিরোজ, জয়নাল আবেদিন ও নাহারুল ইসলাম গংকে।

এ ঘটনায় মিরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বাবু বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের দ:বি: ১৯(১) এর ৯(খ) ধারায় তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন।  এই মামলায় আসামিদের আদালতে সোপর্দ করেন।

মামলাটি তদন্ত শেষে ২০১৫ সালে ১৪ সেপ্টেম্বর উপ-পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বাবু ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ এনে চার্জশীট দাখিল করেন আদালতে।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদনে বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে ডা: মো: আসাদুজ্জামান ওরফে ফিরোজকে ১৫ বছরের কারাদণ্ড দেন। এছাড়া তাকে ৫০হজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ১০ অক্টোবর, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।