ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ইটভাটার ঘরের ছাদ থেকে পাঁচটি হাতবোমা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
ইটভাটার ঘরের ছাদ থেকে পাঁচটি হাতবোমা উদ্ধার

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার বারাকপুর গ্রামের চঞ্চল মিয়ার ইটভাটার অফিস রুমের দোতালার ছাদ থেকে পাঁচটি হাতবোমা ও ১২ টি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (১০ অক্টোবর) বিকেল চারটার দিকে দোতালার ছাদের উপর পানির লাইনে কাজ করতে যান ইলেক্ট্রিশিয়ান মোমিনুল ইসলাম।

 তিনি ছাদের উপরে একটি ব্যাগ দেখতে পান। সেখানে বোমা সাদৃশ্য বস্তু থাকতে পারে এমন সন্দেহে ভাটার মালিক চঞ্চল হোসেনকে বিষয়টি জানান।  

পরে ভাটার মালিক মেহেরপুর সদর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে এএসপি সার্কেল অপু সরোয়ারের নেতৃত্বে সদর থানার ওসি শাহ দারা খানসহ থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাল টেপে মোড়ানো ৫ টি হাতবোমা ও ১২ টি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করে।

ইটভাটা মালিক চঞ্চল হোসেন জানান, ইটভাটার ছাদে পানির ট্যাংকিতে কাজ করার সময় মিস্ত্রিরা বোমাসদৃশ বস্তু ও অস্ত্র দেখতে পায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে এগুলো উদ্ধার করে। কেউ শত্রুতা করে বোমা ও অস্ত্র ছাদের উপর রেখে যেতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।

সার্কেল এসপি অপু সরোয়ার জানান, পাঁচটি লালটেপে মোড়ানো হাতবোমা ও ১২ টি দেশীয় অস্ত্র উদ্ধার কর হয়েছে। এ বিষয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ১০ অক্টোবর, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।