ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু মো: মিনহাজ

ময়মনসিংহ: ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় ৮ম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কানে হেডফোন লাগিয়ে রেললাইনের পাশে বসে থাকায় ট্রেন আসার শব্দ শুনতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

 

রোববার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। কোয়য়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়মনসিংহ থেকে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যমুনা এক্সপ্রেস ট্রেনটি কাশর এলাকায় পৌছালে রেললাইনের পাশে বসে থাকা কিশোরকে ধাক্কা। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই কিশোর।  

মৃত কিশোরের নাম মো: মিনহাজ, বয়স ১৪। সে নগরীর কাশর এলাকার কাঠমিস্ত্রি মো: রবি মিয়ার ছেলে। সে গোহাইলকান্দী ড্যাফডিল মডেল স্কুলের ৮ম শ্রেণির ছাত্র ছিল।  

মিনহাজের ছোট ভাই মাহিন (১১) জানান, কানে হেড ফোন লাগিয়ে রেললাইনের পাশে বসে মোবাইলে গেইম খেলছিল মিনহাজ। এমন সময় ট্রেন এসে তাকে ধাক্কা দেয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো: মামুনুর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মিনহাজের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা খবর নিয়ে প্রয়োজনীয় ব‍্যবস্থা নিব।  

বাংলাদেশ সময় : ০১০৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।