ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে মারপিট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে মারপিট

সিরাজগঞ্জ: স্কুলে যাবার পথে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সিরাজগঞ্জের তাড়াশে ১০ম শ্রেণীর এক ছাত্রীকে মারপিট করেছে তিন বখাটে। এখানেই থামেননি, ওই ছাত্রীর পরিবারকে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে বখাটেদের বিরুদ্ধে।

 

রোববার (১০ অক্টোবর) দুপুরের দিকে স্কুলছাত্রী ও তার পরিবার স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করলে বিষয়টি নজরে আসে।  

এর আগে মঙ্গলবার (৫ অক্টোবর) উপজেলার আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অদূরে উত্ত্যক্তের ঘটনা ঘটে। ওইদিন রাতেই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে রুবেল (১৮), দেলবার হোসেনের ছেলে নয়ন (২০) ও পলানের ছেলে নাজমুল হকের (২০) বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

থানায় অভিযোগ করার পরও শনিবার (৯ অক্টোবর) রাতে ওই তিন বখাটে স্কুলছাত্রীর বাড়িতে বাঁশের বেড়া দিয়ে পুরো পরিবারকে অবরুদ্ধ করে রাখে। রোববার (১০ অক্টোবর) দুপুরের দিকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বাঁশের বেড়া কেটে চলাচলের রাস্তা উন্মুক্ত করে। তবে অভিযুক্তরা পলাতক রয়েছে বলে দাবী করে পুলিশের।

ভুক্তভোগী স্কুলছাত্রী, তার পরিবার ও প্রত্যক্ষদর্শী চালক নাজমুল হকের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার সকালে ব্যাটারি চালিত অটোভ্যানে ওই স্কুলছাত্রী আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজে আসছিল। কলেজের অদূরে তাকে ভ্যান থেকে নামিয়ে উত্ত্যক্ত করতে থাকে ওই তিন বখাটে। এ সময় প্রতিবাদের চেষ্টা করলে তাকে প্রকাশ্যে মারপিট করা হয়।  

ওই দিন রাতেই তিন বখাটের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন স্কুলছাত্রীর বাবা। এসব ঘটনার তিনদিন পর শনিবার ওই স্কুলছাত্রীর বাড়িতে যাতায়াতের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখে বখাটেরা। রোববার দুপুরের দিকে পুলিশ এসে বাঁশের বেড়া কেটে তাদের মুক্ত করে।  

এ বিষয়ে আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান বলেন, ঐ ছাত্রীকে এর আগেও আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করেছে নয়ন, রুবেল ও নাজমুল।

তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, অবরুদ্ধ করার খবর পেয়ে রোববার দুপুরের দিকে ঘটনাস্থলে পৌঁছে বাঁশের বেড়া কেটে দিয়েছি। ওই ছাত্রীর পরিবারের চলাচলের পথ উন্মুক্ত করে দেয়া হয়েছে।  

তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, স্কুলছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় তার বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করেছে। ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়- ০২২২ ঘন্টা,অক্টোবর ১১,২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।