ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সোমবার সুইডিশ রাষ্ট্রদূতের দায়িত্ব কিশোরী রুনার!

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
সোমবার সুইডিশ রাষ্ট্রদূতের দায়িত্ব কিশোরী রুনার!

ঢাকা: আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষ্যে সোমবার (১১ অক্টোবর) এক দিনের জন্য ঢাকার সুইডেনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন কিশোরী রুনা।

সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ফন লিনডে এক টুইটবার্তায় জানিয়েছেন, প্রস্তুত থাকো।

আগামীকাল আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। আমরা একজন নতুন সুইডিশ রাষ্ট্রদূত পেয়েছি। এই দিবসে রুনা একদিনের জন্য আমার দায়িত্ব গ্রহণ করবে।

প্রতি বছর ১১ অক্টোবর থেকে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়ে থাকে। এই দিবসের অন্যতম প্রধান উদ্দেশ্য লিঙ্গ বৈষম্য দূর করা। ঢাকার  বিভিন্ন দূতাবাসও এই দিবস উপলক্ষে নানা আয়োজন করছে। এরই অংশ হিসেবে সুইডিশ দূতাবাস এই উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশ সময়- ০২৪০ ঘন্টা,অক্টোবর ১১,২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।