ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন জেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন জেল

বরিশাল: বরিশালে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামী কবির হোসেন মাঝিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

রোববার (১০ অক্টোবর) বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আসামী কবির হোসেন মাঝি হিজলা উপজেলার কাকুরিয়া এলাকার রতন মাঝির ছেলে।  

মামলা সূত্রে জানা গেছে, ঘটনার ৫ বছর পূর্বে আসামীর সঙ্গে লক্ষীপুর জেলার চর আবাবিল এলাকার আবুল বাশার ফকিরের মেয়ে আকলিমা বেগমের বিয়ে হয়। বিবাহের পর তাদের সংসারে একটি পুত্র ও একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে।  

পারিপারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই মারধরের ঘটনা ঘটে। এরই সূত্র ধরে ২০১৮ সালের ১৪ জুলাই রাতে স্ত্রীকে গলায় ওড়না পেচিয়ে হত্যা করে কবির হোসেন মাঝি।  

এ ঘটনায় পরের দিন ১৫ জুলাই আকলিমা বেগমের ভাই ইব্রাহিম বাদী হয়ে হিজলা থানায় হত্যা মামলা দায়ের করেন।

২০১৯ সালের ১৭ জুলাই হিজলা থানার ওসি (তদন্ত) মঈন উদ্দিন তদন্তে সত্যতা পেয়ে আসামী কবিরের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন।  

রাষ্ট্রপক্ষ ১৭ জন স্বাক্ষীর স্বাক্ষ্য প্রদানে সক্ষম হয়। সাক্ষী প্রমাণে দোষী সাব্যস্ত হলে আদালত আসামীকে ওই দণ্ডাদেশ দেন।  

বাংলাদেশ সময়- ০২৫৩ ঘন্টা,অক্টোবর ১১,২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।