ঢাকা: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন ভাতা প্রদানে ত্রুটি-বিচ্যুতি দূর করে জিটুপি পদ্ধতিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শতভাগ ভাতাভোগীকে নির্বিঘ্নে ভাতা প্রদান করতে হবে বলে জানিয়েছেন মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
রোববার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় সমাজসেবা একাডেমিতে উপ-পরিচালক ও সমপর্যায়ের কর্মকর্তাদের জন্য আয়োজিত 'পরিচালন, ব্যবস্থাপনা এবং উন্নয়ন বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গরীব, দুঃখী ও সাধারণ মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশানুযায়ী কাজ করতে হবে। ভাতা প্রদানের ক্ষেত্রে কোনো ত্রুটি ও অনিয়ম পেলে তা দ্রুত নিরসন করতে হবে। গরীব ও অসহায় মানুষ যেন সেবা পেতে কোনরূপ হয়রানির শিকার না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি বলেন, প্রশিক্ষণ পেশাগত জীবনে উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান অত্যন্ত মূল্যবান। এ জ্ঞানের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সেবা প্রদানে আরও গতিশীলতা আসবে।
অনুষ্ঠানে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম ও জাতীয় সমাজসেবা একাডেমির অধ্যক্ষ শাফায়েত হোসেন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৭৩৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
এমআইএইচ/এমএমজেড