ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা নির্বাচনে মেয়র পদে অন্যান্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. গোলাম হাক্কানি।
রোববার (১০ অক্টোবর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে গোলাম হাক্কানি একমাত্র মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জাসেদুল ইসলাম জানান, মেয়র পদে কেবল মাত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়নি।
এ সময় উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, বর্তমান মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কসবা পৌরসভা নির্বাচনে মনোয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো রোববার। মনোনয়নপত্র বাছাই হবে ১১ অক্টোবর। প্রত্যাহার করা যাবে ১৭ অক্টোবর পর্যন্ত।
বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
এমএমজেড