মানিকগঞ্জ: মানিকগঞ্জের সদর উপজেলার তেরদোনা এলাকায় সবজী ব্যবসায়ী রবিন মিয়ার (২৭) হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তেরদোনা এলাকা থেকে মরদেহটি উদ্ধার ও আহত ইজিবাইক চালক হিরনকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, ভোরে সবজি ব্যবসায়ী রবিন মিয়া ইজিবাইক চালক হিরনকে নিয়ে মানিকগঞ্জ কাঁচামালের আড়তে যাওয়ার জন্য রওনা হন। তারা বেতিলা মিতরা ইউনিয়নের তেরদোনা ব্রিজের কাছে পৌঁছালে দেখতে পান রাস্তা বাঁশ দিয়ে আটকানো। তখন ডাকাতরা নগদ টাকা ও ইজিবাইক নিয়ে পালিয়ে যায় এবং তাদের হাত পা বেঁধে রাস্তার পাশে ফেলে যায়। ডাকাতরা যাওয়ার পথে রবিন মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খাঁন বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
এনটি