ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নিভেছে বংশালে সুগন্ধির দোকানের আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
নিভেছে বংশালে সুগন্ধির দোকানের আগুন

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার ২নং আরমানিটোলা বংশাল মাঠের পাশে একটি কেমিক্যালের (সুগন্ধি) দোকানে লাগা আগুন নেভানো হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) সকাল ৯টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ৩০ মিনিটের চেষ্টায় ৯টা ৫০ মিনিটে দিকে আগুন নেভাতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে এঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে দোকানটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এখনও জানা যায়নি।

এদিকে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, আরমানিটোলার একটি আড়তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে ফেলে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।