ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মোবাইলে গেমস খেলা নিয়ে বাড়িঘর ভাঙচুর

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
মোবাইলে গেমস খেলা নিয়ে বাড়িঘর ভাঙচুর ছবি: বাংলানিউজ

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গায় মোবাইলে গেমস খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুইটি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে।

রোববার (১০ অক্টোবর) রাতে ক্ষতিগ্রস্ত প্রবাসী খলিল সর্দারের স্ত্রী রাশিদা বেগম অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এর আগে সকালে উপজেলার সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় চার জনকে আটক করেছেন।

আটকরা হলেন- ওই গ্রামের নাসির মিয়া, মিজানুর সর্দার, এনায়েত মিয়া ও মিনা বেগম।

জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামে গত সোমবার (৪ অক্টোবর) খলিল সরদারের ছেলে রিফাত সরদার ও একই গ্রামের হুমায়ুন সরদারের ছেলে আবিদ সরদারের মধ্যে মোবাইলে গেমস খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। পরে তারা সংঘাতের জড়িয়ে পরে। এ ঘটনায় দু’পক্ষের অভিভাবক ওই দিনই থানায় লিখিত অভিযোগ দেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষের লোকজনকে সংঘাত না করার জন্য অনুরোধ করেন।  

কিন্তু এই ঘটনার জের ধরে রোববার সকালে পূর্বপরিকল্পিত ভাবে হুমায়ুন সরদারের পক্ষের প্রায় ৪০-৫০ জনের একটি দল প্রবাসী খলিল সরদারের বাড়ির প্রাচীর ভেঙে প্রবেশ করে তিনটি টিনশেড ঘরে ব্যাপক ভাঙচুর করে। এরপর হামলাকারীরা লোহার হাতুড়ি দিয়ে একতলা বিল্ডিংয়ের দেওয়াল ভেঙে ঘরে ঢুকে ভাঙচুর ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ সময় হামলাকারীরা সোহাগ সর্দার নামে এক ব্যবসায়ীর বাড়িতেও ভাঙচুর করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে প্রবাসী খলিল সর্দারের স্ত্রী রাশিদা বেগম বলেন, আমার স্বামী ও বড় ছেলে বিদেশে থাকে। বাড়িতে আমি ও আমার ছোট ছেলে থাকি। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা আমাদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে।

তবে অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষ হুমায়ুন সরদার বলেন, কিছু দিন আগে আমাকে তারা মেরে আহত করেছিল। তবে ভাঙচুর ও লুটপাটের তেমন কোনো ঘটনা ঘটেনি।

আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, ভাঙচুরের খবর শুনে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থল থেকে চার জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।