সাতক্ষীরা: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচদিন সব রকম আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে। তবে পাসপোর্টধারী যাত্রীদের জন্য স্থলবন্দরের ইমিগ্রেশন খোলা থাকবে।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, আগামী ১২ অক্টোবর (মঙ্গলবার) থেকে ১৬ অক্টোবর (শনিবার) পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ঘোজাডাঙ্গা এক্সপোর্টার, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে সভা করে এ সিদ্ধান্ত নিয়েছে। একটি চিঠির মাধ্যমে তাদের এই সিদ্ধান্তের কথা আমাদের জানানো হয়েছে। এই সময়ে ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ১৭ অক্টোবর রোববার থেকে বন্দরে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোমরা স্থলবন্দরে পাঁচদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
আরএ