ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ ...

ঢাকা: রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।

গ্রেফতার মাদক কারবারীরা হলো- মোছা. মিনু আক্তার, শাহিনুর আক্তার ও অপর একজন অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তি।

অভিযানে তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।

সোমবার (১১ অক্টোবর) গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. আশরাফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে ভাটারা থানার প্রগতি স্বরণি এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
এসজেএ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।