মাদারীপুর: স্রোত বেড়ে যাওয়ায় পদ্মাসেতুর নিরাপত্তাজনিত কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এর আগে, সকাল থেকে ফেরি চলাচল স্বাভাবিক ছিল। কিন্তু গত কয়েকদিনের তুলনায় স্রোত বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএ’র মেরিন কর্মকর্তা আহমদ আলী বাংলানিউজকে জানান, যখন ফেরি চালু করা হয়েছিল তখনকার তুলনায় নদীতে স্রোত বেড়েছে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। স্রোত কমলে ফেরি আবার চলবে।
একটানা ৪৭ দিন বন্ধ থাকার পর গত ৫ অক্টোবর ভোর থেকে সীমিত আকারে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ৬ দিন পরই আবার বন্ধ হলো ফেরি চলাচল।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
এনটি