ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পেনশন পুনঃস্থাপনের দাবি বিধবাদের 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
পেনশন পুনঃস্থাপনের দাবি বিধবাদের  ছবি: দেলোয়ার হোসেন বাদল

ঢাকা: শতভাগ পেশশন সম্পূর্ণকারী বিধবা নারীদের পেনশন পুনঃস্থাপনের দাবি জানানো হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন থেকে এই সরকারের কাছে এই দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নিয়ম অনুযায়ী- শতভাগ পেনশন সমর্পনকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের মৃত্যুর পর তাদের বিধবা স্ত্রী ও প্রতিবন্ধী সন্তান আজীবন মাসিক চিকিৎসা ভাতা ও বছরে দু’টি উৎসব ভাতা প্রাপ্য হবেন। কিন্তু এটি আসলে খুবই কম হয়ে যায়। বিশেষ করে ২০১৫ সালের আগের বেতন স্কেল থেকে যারা অবসরে এবং যে টাকা পেনশন পাচ্ছেন, তা বর্তমান বাজারে অপ্রতুল এবং বর্তমানে চলমান বেতন স্কেলের সমগ্রেডের তুলনায় অনেক কম হওয়ায় তা অসামঞ্জস্যপূর্ণ ও বৈষম্যমূলক।

বক্তারা বলেন, আমরা যারা শতভাগ পেশশন সম্পূর্ণকারী বিধবা নারীরা আছি, তারা প্রতি মাসে মাত্র দেড় হাজার টাকা পাই। কিন্তু এই টাকা দিয়ে এই বাজারে টিকে থাকা বড়ই কঠিন। জাতীয় বাজেটে চিকিৎসাব্যবস্থাসহ বিমা ও পেনশনের কথা প্রতি বছর শোনা গেলেও বাস্তবে তা কিছুই এগোচ্ছে না।

এমন অবস্থায় শতভাগ পেশশন সম্পূর্ণকারী বিধবা নারীরা মানববন্ধন কর্মসূচি থেকে পেনশন পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন সরকারের প্রতি। কর্মসূচিতে শতভাগ পেশশন সম্পূর্ণকারী বিধবা নারীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
এইচএমএস/এসআইএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।