ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মাহিম ফরাজী (২৮) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১০ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

মাহিম ফরাজী উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর শিয়ালকাঠী গুচ্ছগ্রাম এলাকার আ. হালিম ফরাজির ছেলে ও স্থানীয় ইটভাটার শ্রমিক।  

স্থানীয় ইউপি সদস্য মো. সোহাগ জানান, মাহিম একই এলাকার জনৈক জসিমের ইটভাটায় মাটি কাটা শ্রমিকের কাজ করতেন। বিভিন্নস্থান থেকে কাটা মাটি বহনকৃত ইঞ্জিনচালিত ট্রলারটি মেরামত করার জন্য গত রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা ২ নম্বর নদমুলা শিলায়কাঠি ইউনিয়ন পরিষদ সংলগ্ন লিয়াকত মার্কেটের আল আমীনের ওয়ার্কসপে নিয়ে যায়। কাজের সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।  

খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রেজাউল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।