ময়মনসিংহ: ময়মনসিংহে মা মরিয়ম বেগমকে (৭০) কুপিয়ে খুনের দায়ে ছেলেকে ফাঁসি দিয়েছেন আদালত।
সোমবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ভালুকা থানার একটি মামলায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ রায় ঘোষণা করে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিটর বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কবীর উদ্দিন ভূঁইয়া।
তিনি জানান, ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার ডুগুলিয়া পাড়া এলাকায় জমি সংক্রান্ত ঘটনায় ২০১৮ সালের ২৩ ডিসেম্বর মা মরিয়ম বেগমকে দা দিয়ে কুপিয়ে খুন করে ছেলে মস্তুফা (৫০)। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের অপর ছেলে শাহ জালাল বাদি হয়ে ঘটনার দিনই ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করে। ওই মামলার দীর্ঘ তদন্ত শেষে ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি পুলিশ আদালতে মস্তুফাকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
এনটি