ঢাকা: ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন জানিয়েছেন, বাংলাদেশ সরকার আগ্রহী হলে এখানে পরমাণু বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহী তার দেশ।
সোমবার (১১ অক্টোবর) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাস্ট্রদূত এ কথা বলেন।
সোনারগাঁওয়ে পানাম নগরী ও বড় সর্দার বাড়ি পরিদর্শন করেন রাষ্ট্রদূত লি জ্যাং কিউন। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, পরমাণু বিদ্যুৎ প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞতা রয়েছে। আমাদের পরমাণু প্রযুক্তিও আছে। বাংলাদেশ সরকার আগ্রহী হলে পরমাণু বিদ্যুৎ প্রকল্পে দক্ষিণ কোরিয়া বিনিয়োগে আগ্রহী।
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশে - (ডিকাব) সদস্যদের নিয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পানাম নগরী পরিদর্শন করেন। এ সময় ডিকাবের সভাপতি পান্থ রহমান, সাধারণ সম্পাদক এ কেএম মঈনুদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময় : ১৪৩৭ ঘন্টা, ১২ অক্টোবর, ২০২১
টিআর/এমএমজেড