জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন নিয়ে কটূক্তি করায় শরিফ মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে বকশীগঞ্জের নিলক্ষিয়া বাজার থেকে তাকে আটক করা হয়।
শরিফ ওই উপজেলার নিলক্ষিয়া ইনিয়নের নিলক্ষিয়া পশ্চিমপাড়া গ্রামের ধলা মিয়ার ছেলে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
জেডএ