ঢাকা: প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান রিং আইডি ও টোয়েন্টিফোর টিকিট ডটকমের পরিচালকসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর পুরান ঢাকার সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে অনলাইন টিকেটিং এজেন্সি টোয়েন্টিফোর টিকিট উটকমের (www.24tkt.com) বোর্ড অব ডিরেক্টরের সদস্য এম মিজানুর রহমান সোহেলকে গ্রেফতার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের একটি টিম।
এর আগে, গত ৪ অক্টোবর চুয়াডাঙ্গা সদর থানা এলাকা থেকে টোয়েন্টিফোর টিকিট ডটকমের অন্য একজন পরিচালক মো. রাকিবুল হাসানকেও গ্রেফতার করেছিল সাইবার পুলিশ।
রাজধানীর মালিবাগে সোমবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তদন্তকারী সংস্থা সাইবার টিমের অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান।
তিনি বলেন, গ্রেফতার দুই আসামি ফেসবুক ও ওয়েবসাইটে মিথ্যা তথ্য প্রচার করে অর্থ আত্মসাৎ ও ডিজিটাল প্রতারণা করেছেন। ২০১৯ সালের মে মাসে অনলাইন টিকেটিং এজেন্সি টোয়েন্টিফোর টিকিট ডটকম যাত্রা শুরু করে।
তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে এ পর্যন্ত তারা প্রায় ৫০ কোটি টাকা আত্মসাৎ করেছেন।
সিআইডির এই কর্মকর্তা বলেন, একই দিনে (রোববার, ১০ অক্টোবর) সাড়ে ৪টার দিকে আইডি খোলার নাম করে এবং আয়ের নানা প্রলোভন দেখিয়ে গ্রাহকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রিং আইডির অন্যতম এজেন্ট মো. রেদোয়ান রহমানকে (২২) গ্রেফতার করা হয়। তাকে রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন বড়গ্রাম এলাকা থেকে সাইবার পুলিশের অন্য একটি টিম গ্রেফতার করে।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
এসজেএ/এমএমজেড