কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় শাহেনা আক্তার মুন্নী (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ অক্টোবর) সকালের দিকে উপজেলার চিওড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বাবুল জানান, সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিজ কর্মস্থলে যান তিনি। ৯টার দিকে বাড়ি ফিরে দেখেন ভেতর থেকে ঘরের দরজা বন্ধ। পরে অনেক ডাকাডাকি করেও স্ত্রীর সাড়া না পেয়ে ঘরের বেড়ার টিন কেটে ভেতরে ঢুকেন। এ সময় সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস লাগানো স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় ও থানায় খবর দেন। মুন্নী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও দাবি করেন তিনি।
এদিকে স্থানীয়রা জানান, বাবুলের আরেক স্ত্রী আছে। এ নিয়ে মুন্নীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো বাবুলের। আগের ওই সংসারে তার চার কন্যা সন্তানও আছে।
নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন খন্দকার বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামী বাবুল বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
এসআরএস