জামালপুর: জামালপুরের মাদারগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট করায় মো. রিগেন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ অক্টোবর) বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক।
এর আগে, রোববার (১০ অক্টোবর) রাতে তাকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়।
রিগেন ওই উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া গ্রামের রইচ আকন্দের ছেলে।
মামলার বরাত দিয়ে ওসি মাহবুবুল হক বলেন, রোববার সন্ধ্যায় রিগেন তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ব্যঙ্গ করে একটি পোস্ট করেন। বিষয়টি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নজরে এলে ইউনিয়ন যুব লীগের সভাপতি আতিকুর রহমান আতিক বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযুক্তকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
জেডএ