নরসিংদী: নরসিংদীর শিবপুরে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের আনুমানিক বয়স ২৬-২৭ বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার ঘাগটিয়া নামাপাড়া এলাকার একটি পুকুর পাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, সোমবার সকালে পুকুরপাড়ে অজ্ঞাত ওই যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই যুবকের শরীরের একাধিকস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহ পুকুরপাড়ে ফেলে গেছে হত্যাকারীরা। তবে ঠিক কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা বুঝা যাচ্ছে না।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে তদন্ত করা হবে।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
জেডএ