মাদারীপুর: ইলিশ ধরার অপরাধে মাদারীপুরের শিবচর উপজেলায় সাত জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১১ অক্টোবর) ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার কাঁঠালবাড়ী, চরজানাজাত, বন্দরখোলা ইউনিয়নের পদ্মা নদী থেকে আট জেলেকে আটক করে পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত ও শিবচর থানা পুলিশ সদস্যরা পদ্মার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় নিষেধ অমান্য করে পদ্মায় ইলিশ ধরায় আট জেলেকে নদী থেকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় ১০ কেজি ইলিশ ও ১৭ হাজার ৭০০ মিটার জাল। আটকদের মধ্যে সাত জনকে এক বছর করে কারাদণ্ড এবং এক জনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত ইলিশ ধরার জাল পুড়িয়ে ধ্বংস ও মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রাকিবুল হাসান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
এসআরএস