ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

তালেবানকে সমর্থনের আহ্বান ডা. জাফরুল্লাহ চৌধুরীর

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
তালেবানকে সমর্থনের আহ্বান ডা. জাফরুল্লাহ চৌধুরীর

সাভার (ঢাকা): সরকারকে তালেবানদের দ্রুত সমর্থন দিয়ে বাংলাদেশের একটি দূতাবাস খোলার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, আমি মনে করি তালেবানদের দ্রুত সমর্থন দেওয়া দরকার।

যারা দ্রুত যাবে, তাদের লাভ। তাদের সমস্ত কিছু আমরা মেনে নেব, তা না। তবে ওঠা-বসা করলে তারা দেখবে, মেয়েরা স্কুলে গেলে তাদের কথাটা ভালো বুঝবে। তারা তাদের মেয়ে সন্তানদের বিদেশে রাষ্ট্রদূত বানাতে উৎসাহিত হবে। তাই আমি সরকারকে বলব, এখনই তালেবানকে সমর্থন দিয়ে সেখানে আমাদের দূতাবাস খোলা উচিত।

সোমবার (১১ অক্টোবর) সাভারে গণবিশ্ববিদ্যালয়ের ‘রাজনীতি ও প্রশাসন বিভাগ’ আয়োজিত ‘ইঙ্গ-মার্কিন প্রচারণা এবং আফগানিস্তান প্রশ্নে তালেবান’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আফগান-তালেবানরা কয় মাস হলো ক্ষমতায় এসেছে? অপপ্রচার হয়েছিল, তারা ক্ষমতায় এলে হাজার হাজার মানুষ হত্যা করবে। কয়জন মানুষ হত্যা হয়েছে?

তিনি বলেন, তালেবানরা বিজয় লাভের পরই আমি বলেছি, তালেবানরা মুক্তিযোদ্ধা। আফগানিস্তানের সম্পদ আছে। তাদের কৃষির মূল সম্পদ আফিমে। আফিমের সব ফ্যাইন্যান্স আমেরিকা ও ভারতের। আফিম আছে বলে তারা প্রচারণা চালায় আবার চুপিচুপি তারাই ফাইন্যান্স করে। আমি মনে করি, আমাদের উচিত তালেবানদের মেনে নিয়ে তাদের সমর্থন দেওয়া। কারণ আমাদের স্বার্থ আছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের ভালো স্বার্থ আছে।  

তিনি আরো বলেন, আমরা যদি আজ তালেবানদের বয়কট করি, তবে প্রশ্ন জাগে, আমরা কেনো পশ্চিমার কথায় পরিচালিত? আমরা আমাদের নিজেদের চিন্তাধারায় পরিচালিত হবো। আমি বলবো, এ মুহূর্তে আফগানিস্তানে এক লাখ বাংলাদেশির কর্মসংস্থান হবে। তবে তালেবান বিজয়ের ফলে একটু সমস্যাও আছে। বড় সমস্যাটা হল ভারতে বিভক্তি হবে।  

অধ্যাপক ডা. লায়লা পারভীন বানুর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাহমান চৌধুরী। আলোচনায় আরো অংশ নেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি প্রফেসর দিলারা চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত এম সিরাজুল ইসলামসহ অনেকে। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ড. তাসাদ্দেক আহমেদ।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।