ঢাকা: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন প্রজাতির ডাইনোসরের ফসিল হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে কানাডা প্রবাসী বাংলাদেশি জোবায়ের বিন সারোয়ার, মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্যামব্রিয়ান, অর্ডোভিসিয়ান, সিলুরিয়ান, ডিভোনিয়ান, কার্বোনিফেরাস ও পার্মিয়ান যুগের প্রায় ৩০০টি ফসিল হস্তান্তর করেন।
অনুষ্ঠানে জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, প্রাগৈতিহাসিক যুগের উদ্ভিদ ও প্রাণীর ধ্বংসাবশেষ থেকে প্রাপ্ত এসব ফসিল জাদুঘরে আসা দর্শনার্থীদের মধ্যে পৃথিবীর প্রাণ বৈচিত্র্য সম্পর্কে জ্ঞানের জগতকে বিস্তৃত করবে, যা বাংলাদেশের ফসিল গবেষণার দ্বার উন্মুক্ত করবে। ভবিষ্যতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ডাইনোসরসহ অন্য ফসিল সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের বিজ্ঞানের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তিনি সহযোগিতা চান।
হস্তান্তর করা এসব ফসিলের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির ডাইনোসরের দাঁত, পায়ের ছাপ, ডিমের অংশ বিশেষ, হাড়ের বিভিন্ন অংশ, এমোনাইট, শামুক ও ঝিনুক।
হস্তান্তর করা ফসিলগুলো পৃথিবীর ৩০টি দেশ থেকে সংগ্রহ করা হয়েছে। এসব ফসিল ভূতাত্ত্বিক সময়পুঞ্জি অনুযায়ী বিজ্ঞান জাদুঘরের জীববিজ্ঞান গ্যালারিতে প্রদর্শনের জন্য রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
এসএমএকে/জেএইচটি