ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

প্রেমের জেরে শ্যালিকার বিয়ে ভাঙলেন দুলাভাই!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
প্রেমের জেরে শ্যালিকার বিয়ে ভাঙলেন দুলাভাই!

সুনামগঞ্জ: আপত্তিকর ছবি দেখিয়ে শ্যালিকার বিয়ে ভেঙে দেওয়ার অভিযোগে সুনামগঞ্জের ছাতক উপজেলায় দুলাভাই মো. শেখ আজিজুল হাকিমকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।  

এ ঘটনায় আজিজুলের নামে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়েরের পর তাকে রোববার (১০ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

আজিজুল মৌলভীবাজারের রাজনগর উপজেলার দক্ষিণ গড়গাঁও গ্রামের মৃত আফরোজ আলীর ছেলে।  

পুলিশ জানায়, সম্প্রতি ছাতকের জাউয়াবাজার ইউনিয়নে কৈতক গ্রামে এক কিশোরীকে বিয়ে করেন আজিজুল। বিয়ের পর থেকেই তিনি শ্বশুর বাড়িতে আসা-যাওয়ার একপর্যায়ে শ্যালিকার (১৮) সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করেন। পরে প্রায় সময়ই শ্যালিকার সঙ্গে মোবাইলে ইমুর মাধ্যমে ভিডিও কলে কথা বলতেন এবং আপত্তিকর ছবি সংরক্ষণও করে রাখেন আজিজুল।

সম্প্রতি শ্যালিকার বিয়ের বিষয়ে কথা বলতে ছেলে পক্ষ বাড়িতে দেখতে এসে দু’পক্ষের মধ্যে বিয়ের চূড়ান্ত কথা হয়। এদিকে, শ্যালিকার বিয়ের খবর জানতে পেরে নিজের সংরক্ষণ করা সেই আপত্তিকর ছবি ছেলে পক্ষকে দেখান আজিজুল। আর এতেই বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসে ছেলে পক্ষ।

এ ঘটনায় আজিজুলের (স্ত্রীর বড় ভাই) সম্বন্ধী গত শনিবার (৯ অক্টোবর) রাতে ছাতক থানায় লিখিত অভিযোগ দায়েরের পর আজিজুলের নামে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে মামলা নথিভুক্ত করে পুলিশ।

সেদিন রাতেই ছাতক থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন হোসেন ও মো. মহিন উদ্দিনসহ একদল পুলিশ রাজনগর থানা পুলিশের সহায়তায় একই উপজেলার দক্ষিণ গড়গাঁও গ্রামের নিজ বাড়ি থেকে অভিযুক্ত আজিজুলকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।