ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ইফার ডিজি মুশফিকুরকে দুদকে বদলি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
ইফার ডিজি মুশফিকুরকে দুদকে বদলি

ঢাকা: ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক (ডিজি) ড. মো. মুশফিকুর রহমানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (১১ অক্টোবর) অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে দুদকের মহাপরিচালক নিয়োগ দিতে তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করেছে।

একই আদেশে চট্টগ্রাম চা বোর্ডের সদস্য মো. নুরুল আলম চৌধুরীকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অপর এক আদেশে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পের প্রকল্প পরিচালক মো. ইউসুফ আলীকে জনপ্রশাসনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। প্রকল্প শেষ হওয়ায় তাকে জনপ্রশাসনে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।