বগুড়া: বগুড়ার সদর উপজেলায় শহীদ হোসেন (৩৬) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার শাখারিয়া ইউনিয়নের জঙ্গলপাড়া এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শহীদ হোসেন বগুড়া গাবতলী উপজেলার সোনারায় এলাকার আ. জলিলের ছেলে। তিনি একজন গৃহনির্মাণ শ্রমিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে স্ত্রী-সন্তান নিয়ে শাখারিয়া ইউনিয়নের জঙ্গলপাড়া এলাকার আবু সাঈদ নামের এক ব্যক্তির বাড়ি ভাড়া নেন শহীদ। কয়েকদিন আগে তার স্ত্রী-সন্তান গ্রামের বাড়িতে যান। এদিকে বুধবার ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে গ্রামের সদস্যরা বাড়ি গিয়ে ঘরের দরজা বন্ধ পায়। পরে দরজা খুলে সিলিং ফ্যানের সাথে শহীদের মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (এস আই) আবুল কালাম আজাদ জানান, মরদেহটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
কেইউএ/এনএইচআর