ঢাকা: ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যানে জেরার্ড ভ্যান লিউয়েন রোহিঙ্গা ক্যাম্পে বৃক্ষরোপণ করেছেন। তিনি রোহিঙ্গাদের সহায়তার জন্য বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করেন।
বুধবার (১৩ অক্টোবর) টুইটারে তিনি বিষয়টি জানান।
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত টুইটারে বলেন, রোহিঙ্গা শরণার্থী শিবিরে আমার প্রথম সফরের সময় একটি বৃক্ষরোপণ করেছি। রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকায় আমি মুগ্ধ।
নেদারল্যান্ডস শরণার্থীদের সহায়তা প্রদানকারীদের পাশে থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
টিআর/এমআরএ