কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জানেক আলী (৫৫) নামে এক কাঠুরের মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার বন্দবের ইউনিয়নের উত্তর বাগুয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।
জানেক ওই গ্রামের মৃত সামেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বন্দবের ইউনিয়নের উত্তর বাগুয়ারচর গ্রামের এক বাড়িতে জানেক আলী গাছের ডাল কাটতে যান। এসময় ডাল ভেঙে বিদ্যুতের তারের ওপড় পড়লে বিদ্যুতায়িত হয়ে মারাত্মক আহত হন তিনি। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোক্তারুল ইসলাম সেলিম বাংলানিউজকে জানান, হাসপাতালে আনার আগেই জানেক আলীর মৃত্যু হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
এফইএস/এনএইচআর