ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রাজা ভূমিবলের প্রতি থাই দূতাবাসের শ্রদ্ধা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
রাজা ভূমিবলের প্রতি থাই দূতাবাসের শ্রদ্ধা

ঢাকা: থাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবল আদুলিয়াদেজের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকার থাই দূতাবাস।

বুধবার (১৩ অক্টোবর) দূতাবাসে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো হয়।

ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদী সুমিতমোরের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তারা রাজা ভূমিবলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

২০১৬ সালের ১৩ অক্টোবর মারা যান থাই রাজা ভূমিবল আদুলিয়াদেজে। তিনি ‘কিং রামা নাইন’ নামেও পরিচিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
টিআর/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।