পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় সুপারি গাছ থেকে পড়ে পারুল বেগম (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পারুল ওই ইউনিয়নের আ. সালামের স্ত্রী ও এক সন্তানের জননী।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারুল সকালে নিজ বাড়ির সুপারি পাড়তে গাছে ওঠেন। এ সময় পা পিছলে গাছ থেকে নিচে পড়ে যান। এতে তিনি আহত হলে স্বজনরা পারুলকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আমজাদ হোসেন জানান, সুপারি গাছ থেকে পরে গৃহবধূ গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
এনএইচআর