ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে ডোবার পানিতে পড়ে মমতা হেনা (২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার সাতৈর ইউনিয়নের রূপদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটি ওই গ্রামের মো. আমিন শেখের মেয়ে।
মুজুরদিয়া বাজারের ফার্মেসি ব্যবসায়ী সাখাওয়াত হোসেন জানান, হেনা পরিবারের সদস্যদের চোখের আড়ালে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। পরিবারের সদস্যরা শিশুটিকে অনেক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এ পর্যায়ে ডোবায় শিশুটিকে পড়ে থাকতে দেখে। পরে তাকে পরিবারের সদস্যরা তাকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।
শিশুটির মৃত্যুর বিষয়টি বোয়ালমারীর সাতৈর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মজিবর রহমান নিশ্চিত করে বলেন, শিশুটিকে হাসপাতালে নেওয়ার আগেই মারা যায়।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
এনএইচআর