লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মায়ের সামনে অটোরিকশা থেকে ছিটকে পড়ে নন্দিতা রানী রায় (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার শিয়ালখোয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত নন্দিতা কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বারাজান গ্রামের রবিন চন্দ্র রায়ের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মা লতা রানীর সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশায় করে শিয়ালখোয়া বাজার থেকে বাড়ি ফিরছিল নন্দিতা। এসময় বেপড়োয়া গতিতে চলা অটোরিকশাটি থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা ডা. ফরহাদ হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
এসআই