ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

যমুনায় জেলের জালে মৃত দুই ডলফিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
যমুনায় জেলের জালে মৃত দুই ডলফিন

মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যমুনা নদী থেকে দুই দিনে দুটি মৃত ডলফিন ধরা পড়েছে জেলেদের জালে। তবে মৃত ডলফিন ধরা পড়ার খবর জানে না জেলা মৎস্য অফিস।

বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যার দিকে মানিকগঞ্জ-১৮০০ নামে ফেসবুক গ্রুপে মৃত ডলফিনের ছবি ছড়িয়ে পড়।

গত মঙ্গলবার বেলা ১২টার দিকে দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পারুরিয়া নদীর ঘাটে একটি আর সোমবার দৌলতপুর উপজেলার চরকাটারি বোর্ডঘর এলাকায় যমুনা নদী থেকে আরও একটি ডলফিন জেলেদের জালে ধরা পড়ে।

জেলা মৎস্য কর্মকর্তা মহম্মদ সাইফুর রহমান বলেন, যমুনা নদীতে ডলফিনের বসবাসের সম্ভাবনা আছে। এ নদীতে অবাধে স্পিড বোট, ট্রলার ও বড় বড় নৌকা চলাচল করায় ডলফিনগুলো হয়তো পাড়ে চলে আসছে। নৌযানের কারণে ডলফিন আঘাতপ্রাপ্তও হতে পারে। তবে জেলেদের জালে দুটি ডলফিন ধরা পড়ার বিষয়টি আমার জানা নেই।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
এমজেএফ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।