ভোলা: নিজের বাল্যবিয়ে ঠেকাতে থানায় এসে মা-বাবার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে এক মাদরাসাছাত্রী। ওই ছাত্রীকে না জানিয়ে তার মা-বাবা বিয়ের আয়োজন করেন।
এতে সে রাজি না হলে তাকে চাপ প্রয়োগ করারও অভিযোগ করেছে ওই ছাত্রী।
বুধবার (১৩ অক্টোবর) লালমোহন থানায় এমন অভিযোগ করে পৌরসভার নয়ানীগ্রাম এলাকার আজাদের মেয়ে। সে স্থানীয় সাফিয়া খানম বালিকা দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, অভিযোগ পেয়ে ওই ছাত্রীর বাবা-মাকে ডেকে এনে সর্তক করা হয়েছে। একইসঙ্গে বয়স ১৮ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না পরিবারের লোকদের কাছ থেকে এমন মুচলেকা নিয়ে ওই ছাত্রীকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এছাড়া প্রয়োজন হলে ওই ছাত্রীর লেখাপড়ায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ওসি মুরাদ।
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
এসআই