ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শান্তিগঞ্জে বাসচাপায় নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
শান্তিগঞ্জে বাসচাপায় নিহত ৩

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার কৈতক গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে লায়েক মিয়া (১৭), জালাল উদ্দিনের ছেলে হৃদয় আহমদ (১৮), শফিক মিয়ার ছেলে জামিল আহমদ (১৮)। এছাড়া আরেকটি মোটরসাইকেল থাকা আহত ৩ জন হলো নাবিল আহমদ (১৫), কাউছার আহমদ (১৫) ও রনি দাস (১৬)।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জ অভিমুখে আসা মোটরসাইকেলকে ঢাকাগামী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। এছাড়া আরেকটি মোটরসাইকেল থাকা তিন আরোহী আহত হয়েছে। এ সময় দ্রুতগতিতে ঘাতক বাস পালিয়ে যাওয়ায় বাসের তথ্য পাওয়া সম্ভব হয়নি। মরদেহগুলো সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।