ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

৭২ ঘণ্টায় অপহৃত শিশু মায়ের কোলে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
৭২ ঘণ্টায়  অপহৃত শিশু মায়ের কোলে মা-বাবার সঙ্গে শিশু মাহিম

কেরানীগঞ্জ (ঢাকা): অপহরণের ৭২ ঘণ্টার মধ্যে ২ বছরের শিশু মাহিমকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশ।

বুধবার (১৩ অক্টোবর) দুপুরে মাদারীপুর জেলার শিবচর থানার চরবাছামারা হাজী মৈজদ্দিন মাদবর কান্দি এলাকার রেশমা বেগম (২৭)  নামে এক নারীর বাড়ি থেকে অপহৃত মাহিমকে উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, অপহৃত মাহিম দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়াস্থ জনৈক মোয়াজ্জেম হোসেনের ভাড়াটিয়া আ. হাকিমের ছেলে। অপরদিকে অপহরণকারী হাওয়া বেগম মাদারীপুর জেলার শিবচর থানার আলেকপুরের মৃত কালাই মল্লিকের মেয়ে।

গত ৯ অক্টোবর মেয়ে সুমি আক্তারের কাছে ছেলে মাহিমকে রেখে প্রতিদিনের ন্যায় কাজে বের হন তাদের মা। এ সময় একই বাসার  ভাড়াটিয়া মোসা. হাওয়া বেগম (৪২) মাহিমকে ঘোরানোর কথা বলে কৌশলে সুমির কাছ থেকে নিয়ে যায়। এরপর নিজের মোবাইল ফোনটি বন্ধ করে দেয়। পরে হাওয়া বেগম  ও ছেলে মাহিমকে খোঁজ করে কোথাও না পেয়ে আ. হাকিম পরদিন (১০ অক্টোবর) দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

   অপহরণকারী হাওয়া বেগম

বিষয়টি চাঞ্চল্যকর, মানবিক ও স্পর্শকাতর হওয়ায় কেরানীগঞ্জ সার্কেলের অতিঃ পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন কবীরের সার্বিক দিকনির্দেশনায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল প্রযুক্তির সহযোগিতায় ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত অপহরণকারী হাওয়া বেগমকে ( ৪২ ) গ্রেফতার করে। এরপর তার দেওয়া তথ্য ও দেখানো মতে বুধবার দুপুরে মাদারীপুরে তার ছোট বোনের বাড়ি থেকে  মাহিমকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ঘটনার সত্যতা স্বীকার করেন।

এদিকে মাত্র ৭২ ঘণ্টায় মূল অভিযুক্তদের প্রেফতার ও অপহৃত শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়ায় মাহিমের মা-বাবা, নিকট আত্মীয়-স্বজনরা বাংলাদেশ পুলিশকে সাধুবাদ জানান।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১

এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।