ঢাকা: বাংলাদেশে আসছে যুক্তরাজ্যের রয়্যাল নেভির জাহাজ এইচএমএস কেনেট (রণতরি)। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) চট্টগ্রামে জাহাজটি এসে পৌঁছাবে।
ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন জানায়, একটি বন্ধুত্বপূর্ণ সফরে বাংলাদেশের চট্টগ্রামে আসছে যুক্তরাজ্যের রয়্যাল নেভির জাহাজ এইচএমএস কেনেট। যুক্তরাজ্যের কেরিয়ার স্ট্রাইক গ্রুপের এই বিশেষ রণতরিকে বন্দরে স্বাগত জানাবেন বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তারা।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের রয়্যাল নেভির সম্পর্ক ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে এই বিশেষ সফর দু'দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
টিআর/এসআইএস