ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালক আহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালক আহত

ঢাকা: রাজধানীর ওয়ারীতে রিকশায় যাত্রীবেশী ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালক মাজেদুল (২৫) নামে এক যুবক আহত হয়েছেন।

বুধবার (১৩ অক্টোবর) দিনগত রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

পরে পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।

ওয়ারী থানায় উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম আহত রিকশাচালক মাজেদুলের বরাত দিয়ে জানান, বাবুবাজার ব্রিজের পাশ থেকে দুইজন যাত্রী তার রিকশায় ওঠে। তাদেরকে নিয়ে রিকশাচালক যখন হানিফ ফ্লাইওভারের নিচে গুলিস্তান ও বঙ্গভবন সড়কের মধ্যবর্তী স্থানে পৌঁছায় তখন ওই যাত্রীরা ছিনতাইয়ের উদ্দেশে রিকশাচালককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে মাজেদুল হাতে, পায়ে ও পেটে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়।

তিনি আরও জানান, ছিনতাইকারীরা রিকশাচালকের মোবাইল ফোনটি নেওয়ার জন্য চেষ্টা করে। কারণ তার কাছে একটি স্মার্টফোন ছিল কিন্তু সেটি নিতে পারেনি।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন সে শঙ্কামুক্ত। তবে বিস্তারিত ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।