টাঙ্গাইল: সিরাজগঞ্জের দিকে গাড়ি টানতে না পাড়ায় ও ফেরিঘাট বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছিল। সকাল ৯টার পর থেকে যানজটের তীব্রতা কমলেও অত্যন্ত ধীরগতিতে চলছে গাড়ি।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে সল্লা পর্যন্ত আট কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। বিষয়টি বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. সাহেদুল ইসলাম নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সিরাজগঞ্জের নলকা ব্রিজের এক লেনে কাজ চলছে। তাই ব্রিজ দিয়ে স্বাভাবিক গতিতে গাড়ি টানতে পারছে না। এছাড়া পাটুরিয়া-দৌলদিয়া ফেরিঘাট বন্ধ থাকায় পশ্চিমাঞ্চলের সব গাড়ি সড়ক পথে যাচ্ছে। এতে বুধবার থেকে সিরাজগঞ্জে যানজটের সৃষ্টি হয়। সেই যানজট বৃহস্পতিবার ভোর থেকে টাঙ্গাইল অংশে এসে পৌঁছায়। গাড়ি টানতে না পারায় রাত থেকে কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি (তদন্ত) মো. সাহেদুল ইসলাম বলেন, ভোর থেকেই বঙ্গবন্ধু সেতুপূর্ব টোল প্লাজায় উত্তরবঙ্গগামী লেনে টোল আদায় বন্ধ ছিল। এতে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ির চাপ বেড়ে গিয়ে যানজটের সৃষ্টি হয়। তবে সকাল ৯টার পর টোল আদায় শুরু হলে ধীরগতিতে পরিবহন চলাচল করছে।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
এসআই